ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এবার ইয়েমেনে হামলা শুরু ইসরায়েলের, নিহত ৯

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার দেশটির রাজধানী এবং একটি বন্দর শহরে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন বলছে, ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা হয়েছে। আহত হয়েছেন অনেকে।

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার ইয়েমেনে হামলা শুরু করল ইসরায়েল। ইসরায়েল অভিমুখে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে এই হামলা বলে ইসরায়েলের পক্ষে দাবি করা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলের দিকে হুতির ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর বৃহস্পতিবার সকালে পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের গভীরে হুতি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুকে আক্রমণ করেছে।

সামরিক বাহিনী বিবৃতিতে বলেছে, হামলা করা লক্ষ্যবস্তুগুলোকে হুতি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে।

হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছেন। আস-সালিফ বন্দর এবং রাস ইসা তেল স্থাপনায় দুটি হামলা হয়েছে। উভয়ই পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে অবস্থিত।

এতে বলা হয়, শত্রুরা বন্দরকে লক্ষ্য করে চারটি হামলা চালায়। একটি তেল স্থাপনায় হামলা হয়েছে। রাজধানী সানার দক্ষিণ ও উত্তরে দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি জানান, হামলা হয়েছে হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে। সানার বন্দর ও জ্বালানি অবকাঠামোতে হামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এবার ইয়েমেনে হামলা শুরু ইসরায়েলের, নিহত ৯

আপডেট সময় : ০২:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার দেশটির রাজধানী এবং একটি বন্দর শহরে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন বলছে, ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা হয়েছে। আহত হয়েছেন অনেকে।

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার ইয়েমেনে হামলা শুরু করল ইসরায়েল। ইসরায়েল অভিমুখে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে এই হামলা বলে ইসরায়েলের পক্ষে দাবি করা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলের দিকে হুতির ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর বৃহস্পতিবার সকালে পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের গভীরে হুতি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুকে আক্রমণ করেছে।

সামরিক বাহিনী বিবৃতিতে বলেছে, হামলা করা লক্ষ্যবস্তুগুলোকে হুতি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে।

হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছেন। আস-সালিফ বন্দর এবং রাস ইসা তেল স্থাপনায় দুটি হামলা হয়েছে। উভয়ই পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে অবস্থিত।

এতে বলা হয়, শত্রুরা বন্দরকে লক্ষ্য করে চারটি হামলা চালায়। একটি তেল স্থাপনায় হামলা হয়েছে। রাজধানী সানার দক্ষিণ ও উত্তরে দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি জানান, হামলা হয়েছে হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে। সানার বন্দর ও জ্বালানি অবকাঠামোতে হামলা হয়েছে।