পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ০২:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ৩৮৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। বুধবার (১৯ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিণ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পাকিস্তানের চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থা- এনডিসিও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞা টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। সেইসাথে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারের হুমকির আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাকে পক্ষপাতমূলক বলে অভিহিত করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, এনডিসি ও আরও তিনটি বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক ও পক্ষপাতমূলক বলে মনে করে।