ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিফা আন্তঃমহাদেশীয় কাপে শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা আন্তঃমহাদেশীয় কাপে শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। চোট থেকে সেড়ে উঠা এমবাপে করেন এক গোল। বার বাকি দুই গোল করেন রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। এই ম্যাচে কোচ হিসেবে অনন্য এক কীর্তি গড়েন কার্লো আনচেলত্তি।

একেকটি শিরোপা একেকটি শ্রেষ্ঠত্বের অর্জন। চলতি বছর লা লিগা, ইউসিএল, সুপার কাপসহ ক্লাব পর্যায়ে শিরোপার কোনটা জিতেনি রিয়াল। এই হিসেব করতে বসলে অনেকে পরতে পারেন বিপাকে। বাকি ছিল বছরের শেষ প্রতিযোগিতা ফিফা আন্তঃমহাদেশীয় কাপ। সেই ট্রফি জিতে যেন পূর্ণতা অর্জন করলো ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ।

লুসাইল স্টেডিয়ামে ২০২২ সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের স্মৃতি আজও কাদায় কিলিয়ান এমবাপ্পকে। হ্যাটট্রিক করেও জেতাতে পারেনি দলকে। তাইতো চোট থেকে সেরে উঠে নিজের সেই আক্ষেপ ঘুচাতে মাঠে নেমে পড়েন ২৫ বছর বয়সী এই ফুটবলার। রিয়ালের হয়ে প্রথম গোলও করেন এই ফরোয়ার্ড।

বিরতির পর আরও দুই বার পাচুকা’র গোল পোস্টের জাল কাঁপে। তবে এবার গোল করেন রদ্রিগো এবং ফিফা দ্য বেস্ট হওয়া ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র।

এতেই বাজিমাত। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে আর পেরে উঠেনি মেক্সিকোর ক্লাবটি। আর নতুন আঙ্গিকে হওয়া আসরে সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের রেকর্ড গড়লো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শুধু দলকে সাফল্যই এনে দেননি, রেকর্ডবুকেও নিজের নাম লিখেয়েছেন কার্লো আনচেলত্তির। ক্লাব ইতিহাসে সর্বাধিক ১৫টি ট্রফি জয় করে সবচেয়ে সফল কোচ হয়ে উঠেছেন এই ইতালীয়। ট্রফি জয়ের এই দৌড়ে পেছনে ফেলেন কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজ’কে।

নিউজটি শেয়ার করুন

ফিফা আন্তঃমহাদেশীয় কাপে শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

আপডেট সময় : ০১:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ফিফা আন্তঃমহাদেশীয় কাপে শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। চোট থেকে সেড়ে উঠা এমবাপে করেন এক গোল। বার বাকি দুই গোল করেন রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। এই ম্যাচে কোচ হিসেবে অনন্য এক কীর্তি গড়েন কার্লো আনচেলত্তি।

একেকটি শিরোপা একেকটি শ্রেষ্ঠত্বের অর্জন। চলতি বছর লা লিগা, ইউসিএল, সুপার কাপসহ ক্লাব পর্যায়ে শিরোপার কোনটা জিতেনি রিয়াল। এই হিসেব করতে বসলে অনেকে পরতে পারেন বিপাকে। বাকি ছিল বছরের শেষ প্রতিযোগিতা ফিফা আন্তঃমহাদেশীয় কাপ। সেই ট্রফি জিতে যেন পূর্ণতা অর্জন করলো ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ।

লুসাইল স্টেডিয়ামে ২০২২ সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের স্মৃতি আজও কাদায় কিলিয়ান এমবাপ্পকে। হ্যাটট্রিক করেও জেতাতে পারেনি দলকে। তাইতো চোট থেকে সেরে উঠে নিজের সেই আক্ষেপ ঘুচাতে মাঠে নেমে পড়েন ২৫ বছর বয়সী এই ফুটবলার। রিয়ালের হয়ে প্রথম গোলও করেন এই ফরোয়ার্ড।

বিরতির পর আরও দুই বার পাচুকা’র গোল পোস্টের জাল কাঁপে। তবে এবার গোল করেন রদ্রিগো এবং ফিফা দ্য বেস্ট হওয়া ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র।

এতেই বাজিমাত। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে আর পেরে উঠেনি মেক্সিকোর ক্লাবটি। আর নতুন আঙ্গিকে হওয়া আসরে সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের রেকর্ড গড়লো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শুধু দলকে সাফল্যই এনে দেননি, রেকর্ডবুকেও নিজের নাম লিখেয়েছেন কার্লো আনচেলত্তির। ক্লাব ইতিহাসে সর্বাধিক ১৫টি ট্রফি জয় করে সবচেয়ে সফল কোচ হয়ে উঠেছেন এই ইতালীয়। ট্রফি জয়ের এই দৌড়ে পেছনে ফেলেন কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজ’কে।