সিরিয়ার স্থিতিশীলতা ফেরাতে একসঙ্গে কাজ করবে তুরস্ক ও লেবানন

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ৩৮২ বার পড়া হয়েছে

আসাদ সরকার পতনের পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার স্থিতিশীলতা ফেরাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে তুরস্ক ও লেবানন।
লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
দেশ দুটির গুরুত্বপূর্ণ প্রতিবেশি হিসেবে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জনানো হয়।
এসময় প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, ‘লেবাননের নিরাপত্তা ও গাজায় শান্তি প্রতিষ্ঠার চাবিকাঠি হচ্ছে সিরিয়ায় স্থিতিশীলতা ফেরানো।’
সিরিয়া থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের দাবি জানান তিনি। এদিকে, তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়া এক নতুন যুগে প্রবেশ করেছে। প্রতিবেশি হিসেবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।