ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩৬৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের পেকুয়ায় ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। প্রথমে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে জাহেদুল ইসলাম নামে ৬ মাস বয়সী শিশু মারা যান। এ সময় আহত আরও একজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া-বাশখালী আঞ্চলিক মহাসড়কের টৈইটং মৌলভী বাজার রাস্তার মাথা বটগাছ তলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি যাত্রীরা হলেন, পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়া কাটা গ্রামের মৃত সৈয়দুল আলমের ছেলে মনিরুল মন্নান (২২), চট্টগ্রামের হাটহাজারী থানার মধ্যম মাদার্শা সমিতির হাট গ্রামের মুন্সী মিয়ার ছেলে মো: ফিরোজ (৪৯), কুমিল্লা জেলার লাকসাম থানার শ্রীয়াং ফকির বাড়ির শহীদ মিয়ার মেয়ে শাহিন আক্তার (২৯), পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বজল আহমদের ছেলে মো: আব্দুর রহমান (৩৫) এবং ৬ মাস বয়সী শিশু জাহেদুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকালে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কে সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর ২জন যাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে জাহেদুল ইসলাম নামে ৬ মাস বয়সী শিশু মারা যান। অপর একজন যাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মরদেহগুলো পুলিশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত নাম্বারবিহীন সিএনজি ও ড্রাম ট্রাকটি পেকুয়া থানা পুলিশ জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। প্রথমে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে জাহেদুল ইসলাম নামে ৬ মাস বয়সী শিশু মারা যান। এ সময় আহত আরও একজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া-বাশখালী আঞ্চলিক মহাসড়কের টৈইটং মৌলভী বাজার রাস্তার মাথা বটগাছ তলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি যাত্রীরা হলেন, পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়া কাটা গ্রামের মৃত সৈয়দুল আলমের ছেলে মনিরুল মন্নান (২২), চট্টগ্রামের হাটহাজারী থানার মধ্যম মাদার্শা সমিতির হাট গ্রামের মুন্সী মিয়ার ছেলে মো: ফিরোজ (৪৯), কুমিল্লা জেলার লাকসাম থানার শ্রীয়াং ফকির বাড়ির শহীদ মিয়ার মেয়ে শাহিন আক্তার (২৯), পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বজল আহমদের ছেলে মো: আব্দুর রহমান (৩৫) এবং ৬ মাস বয়সী শিশু জাহেদুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকালে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কে সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর ২জন যাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে জাহেদুল ইসলাম নামে ৬ মাস বয়সী শিশু মারা যান। অপর একজন যাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মরদেহগুলো পুলিশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত নাম্বারবিহীন সিএনজি ও ড্রাম ট্রাকটি পেকুয়া থানা পুলিশ জব্দ করেছে।