মিশরের কায়রোতে ১১তম ডি-এইট শীর্ষ সম্মেলনে আজ অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এই সম্মেলনের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ।
আজ এই সম্মেলনের চেয়ারম্যানশিপ মিশরের কাছে হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা। ডি-এইট সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখবেন ডক্টর মুহাম্মদ ইউনূস। তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবের কথা বিশ্ব নেতৃবৃন্দের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এছাড়া, সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা রয়েছে।
এদিকে, রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনূস। বুধবার কায়রোতে পৌঁছার পর মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ডক্টর জামব্রি আন্দেল কাদিরের সাথে সাক্ষাতের সময় এ আহবান জানান প্রধান উপদেষ্টা।