ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিচারের মুখোমুখি করতেই শেখ হাসিনাকে ফেরত আনতে চাই: দুদু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩৮২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশকে ডুবিয়ে পালিয়েছে, বিএনপি মাঠে নেমেছে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে। ফ‍্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ১৭ বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে। শেখ হাসিনাকে ফেরত আনতে চাই মূলত বিচারের মুখোমুখি করতেই।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল পূর্ব-গেট এলাকার শিমুলবাগ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নতুন উদ্যোগ, নতুন ভাবনায় বিএনপিকে তৈরি করার জন্য এই সাংগঠনিক সভা। নির্বাচনকে সহজ ভাবার কোনো সুযোগ নেই। এ ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতকে গণতন্ত্রে ফিরে আসার অনুরোধ জানান তিনি।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ‍্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সাংগঠনিক সভা বিএনপিকে পুনর্গঠন করবে। তারেক রহমানের এমন নির্দেশনায় আমাদের এই সভা। দলের নেতাকর্মীদের এই সভা উজ্জীবিত করবে এবং সুসংগঠিত করবে বলে আশা রাখি।

সাংগঠনিক সভায় বিএনপির রংপুর বিভাগ ও সব ইউনিটের আহবায়ক, সদস্য সচিব ও শীর্ষ পর্যায়ের যুগ্ম আহবায়ক বৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিচারের মুখোমুখি করতেই শেখ হাসিনাকে ফেরত আনতে চাই: দুদু

আপডেট সময় : ০৫:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশকে ডুবিয়ে পালিয়েছে, বিএনপি মাঠে নেমেছে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে। ফ‍্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ১৭ বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে। শেখ হাসিনাকে ফেরত আনতে চাই মূলত বিচারের মুখোমুখি করতেই।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল পূর্ব-গেট এলাকার শিমুলবাগ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নতুন উদ্যোগ, নতুন ভাবনায় বিএনপিকে তৈরি করার জন্য এই সাংগঠনিক সভা। নির্বাচনকে সহজ ভাবার কোনো সুযোগ নেই। এ ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতকে গণতন্ত্রে ফিরে আসার অনুরোধ জানান তিনি।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ‍্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সাংগঠনিক সভা বিএনপিকে পুনর্গঠন করবে। তারেক রহমানের এমন নির্দেশনায় আমাদের এই সভা। দলের নেতাকর্মীদের এই সভা উজ্জীবিত করবে এবং সুসংগঠিত করবে বলে আশা রাখি।

সাংগঠনিক সভায় বিএনপির রংপুর বিভাগ ও সব ইউনিটের আহবায়ক, সদস্য সচিব ও শীর্ষ পর্যায়ের যুগ্ম আহবায়ক বৃন্দরা উপস্থিত ছিলেন।