সিরিয়া প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয়: জোলানি

- আপডেট সময় : ০২:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ৩৭৯ বার পড়া হয়েছে

সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। দেশটি প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয় বলেও জানিয়েছেন তিনি।
বুধবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন বিদ্রোহী জোটের প্রধান দল হায়াত তাহরির আল-শাম-এইচটিএস-এর নেতা এবং পূর্বে আবু মোহাম্মদ আল-জোলানি।
তিনি বলেন, সিরিয়া যুদ্ধ করতে করতে ক্লান্ত। প্রতিবেশি বা পশ্চিমাদের জন্য হুমকি নয়। আল-শারা বলেন, এখন, যা কিছু ঘটে গেছে তার পরে, নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিত। কারণ এগুলো ছিল পুরোনো শাসনব্যবস্থার বিরুদ্ধে। ভুক্তভোগী ও নিপীড়ককে একইভাবে বিবেচনা করা উচিত নয়।
তিনি বলেন, এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখা উচিত নয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনসহ অনেক দেশ একে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। কারণ শুরুতে আল-কায়েদার একটি শাখা দল হিসেবে এর শুরু হয়। যদিও ২০১৬ সালে আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এইচটিএস।
সিরিয়াকে আফগানিস্তানের মতো করতে চান বলে যে অভিযোগ সেটা অস্বীকার করে শারা বলেন, দুটি দেশের মধ্যে বড় পার্থক্য রয়েছে। তাদের ঐতিহ্য আলাদা। এছাড়া, তিনি নারী শিক্ষায় বিশ্বাস করে বলেও উল্লেখ করেন।