অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- আপডেট সময় : ১১:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৪ বার পড়া হয়েছে
সুপার ফোরের ম্যাচ হিমালয়কন্যাদের ৯ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। এর মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ৮ ডিসেম্বর দুবাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ছেলেরা ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল।
আজ কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে নির্ধারিত ম্যাচে বৃষ্টি হানা দিলে ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১১ ওভারে। বাংলাদেশের মেয়েরা টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায়। বাংলাদেশের মেয়েরা নিয়ন্ত্রিত বোলিং আর অসাধারণ ফিল্ডিং উপহার দিলে বেশিদূর এগোতে পারেনি নেপাল অনূর্ধ্ব-১৯ মেয়েরা।
পুরো ১১ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে। একটি করে উইকেট নেন বাংলাদেশ দলের ফাহমিদা আক্তার, হাবিবা ইসলাম, আনিসা আক্তার এ ফারজানা ইসলাম। নেপালের চারজন ব্যাটার রান আউট হয়।
সহজ লক্ষ্য তাড়া তাই তাড়াহুড়ো করেনি বাংলাদেশের মেয়েরা ৯.৫ ওভারে লক্ষ্য পৌঁছে যায়। উইকেট হারিয়েছে মাত্র ১টি।
বাংলাদেশের ইনিংসে ফাহমিদা আক্তার ২৬ রান আর ইভা করেন ১৮ রান। সুমাইয়া আক্তার ৬ বলে ১০ রান করলে সহজ জয় তুলে ফাইনালে ভারতের সঙ্গী হয় বাংলাদেশ।
ফাহমিদ ছোঁয়া ২৬ রান এবং বল হাতে ১ উইকেট নেয়ার কারনে ম্যাচ সেরা হন।
সুপার ফোরের ৪ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হয় ফাইনালে।বাংলাদেশ সুপার ফোরে ভারতের কাছে হেরেছিল একটি ম্যাচ।
ভারত ৩ জয় ১ ড্র তে ৭ পয়েন্ট নিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে। আগামী সোমবার শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশ মাঠে নামবে ভারতের বিপক্ষে।