সালমান খান, যিনি বলিউডে ভাইজান নামে পরিচিত। বড় পর্দায় তাঁর ছবি এলে মুহূর্তে প্রেক্ষাগৃহ ভরে উঠত। একটা সময় তাঁকে চটাতে চাইতেন না বলিউডের কোনও তারকা। কারণ, রেগে গেলে তিনি অন্য রূপ ধারণ করেন। একটা সময়ে বলিউডের ‘ব্যাড বয়’ তকমাও ছিল তাঁর। তবে এখন অনেকটাই নিয়ন্ত্রিত সালমান খান। আর সেই হঠকারিতা নেই। ‘ভাইজান’-এর মেজাজ একই থাকলেও, পরিণত বোধ বেড়েছে। নিজেই ‘বিগবস্’-এর মঞ্চে স্বীকার করেছেন অভিনেতা।
বর্তমানে লরেন্স বিশ্নোইদের নিশানায় রয়েছেন তিনি। এসেছে পর পর হুমকি। ফলে কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকেন সালমান। কড়া নিরাপত্তার মাঝেই চলছে ছবির কাজ। ‘বিগবস্ ১৮’-এর সঞ্চালনার কাজের সময়েও নিরাপত্তা থাকছে আঁটসাটো। কিন্তু হঠাৎ কড়া নিরাপত্তা ছেড়ে কেন বাবার পুরনো বাইক চড়ছেন সালমান খান? প্রশ্ন অনুরাগীদের।
‘সিকন্দর’ –এর শুটিং নিয়ে ব্যস্ত সলমন। এই ছবিতেই নাকি চমকে দেবেন ভাইজান। সেই দৃশ্যের জন্যই নাকি বাবার বহুকাল আগের একটি বাইকে চড়ছেন তিনি। এই বাইক সেলিম খানের জীবনে বিশেষ অর্থবহন করে বলেও জানা গিয়েছে। সেই স্মৃতিকেই নিজের ছবিতে ফিরিয়ে আনবেন বলি তারকা।
কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। সেই কৃষ্ণসারকেই পুজো করেন বিশ্নোইরা। তাই সালমান এখন লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। নিরাপদে নেই তাঁর ঘনিষ্ঠ পরিজনেরাও। সালমান-ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করেছেন লরেন্স বিশ্নোই।