২২ ডিসেম্বর থেকে সবার কাছে পৌঁছে যাবে আমার দেশ: মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে
আগামী ২২ ডিসেম্বর থেকে আবারও সবার কাছে পৌঁছে যাবে পতিত সরকারের রোষানলে বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকা। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান।
এদিন সংবাদ সম্মেলনের আয়োজন করে দৈনিক আমার দেশ পত্রিকা। সংবাদ সম্মেলনে বিশিষ্ট এই সাংবাদিক বলেন, জঙ্গিবাদসহ বিভিন্ন কাহিনীতে একপাক্ষিক আচরণ করেছে অনেক বড় বড় পত্রিকা, যা সাংবাদিকতার মূল্যবোধকে ক্ষুণ্ণ করেছে।
এছাড়া বাংলাদেশে বেশিরভাগ গণমাধ্যমে ইসলামোফোবিয়া আছে মন্তব্য করে তিনি বলেন, এই ফোবিয়া প্রতিহত করে সঠিক সংবাদ উপস্থাপন করবে আমার দেশ।
তিনি আরও বলেন, শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়, পরবর্তীতে যেই হাসিনার পদাঙ্ক অনুসরণ করবে, তার বিরুদ্ধে সোচ্চার থাকবে দৈনিক আমার দেশ।