ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইয়েমেন থেকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / ৩৬৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেন থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার তেল আবিবের একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে। ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, ভাঙা কাচের আঘাতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তবে কারোর আঘাতই গুরুতর নয়।

এর আগে ফিলিস্তিনের শেহাব ও কুদস সংবাদ সংস্থা বলেছিল, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন আহত হয়েছেন।

ইসরায়েলি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, হামলার স্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ৯জন নিহত হয়েছে বলে দাবি করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। একই সঙ্গে তারা এই হামলার জবাব দেওয়ারও হুমকি দেয়।

এর একদিন পরই ইয়েমেন থেকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা হলো। তবে হুতি এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

ইয়েমেন থেকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

আপডেট সময় : ০১:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ইয়েমেন থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার তেল আবিবের একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে। ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, ভাঙা কাচের আঘাতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তবে কারোর আঘাতই গুরুতর নয়।

এর আগে ফিলিস্তিনের শেহাব ও কুদস সংবাদ সংস্থা বলেছিল, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন আহত হয়েছেন।

ইসরায়েলি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, হামলার স্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ৯জন নিহত হয়েছে বলে দাবি করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। একই সঙ্গে তারা এই হামলার জবাব দেওয়ারও হুমকি দেয়।

এর একদিন পরই ইয়েমেন থেকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা হলো। তবে হুতি এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।