মামলা প্রত্যাহার নিয়ে অন্তর্বর্তী সরকার দাবা খেলছে: আলাল
- আপডেট সময় : ০৩:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৩ বার পড়া হয়েছে
বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের রাজনৈতিক মামলা প্রত্যাহার নিয়ে অন্তর্বর্তী সরকার দাবা খেলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু, লুৎফজ্জামান বাবর ও সাবেক ছাত্রনেতা জাকির খানসহ রাজবন্দীদের মুক্তি দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
সংস্কারের অযুহাতে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া ঠিক হবে না উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে না পারলে জনদুর্ভোগ বাড়বে। বক্তব্যে আইন উপদেষ্টার কাছে সকল রাজবন্দীর মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা আওয়ামী দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন,‘ আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা আওয়ামী দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
এছাড়াও বক্তব্যে আইন উপদেষ্টার কাছে সকল রাজবন্দির মুক্তির দাবি জানান বিএনপির এ নেতা।