উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় ও তৃতীয় জানাজা সম্পন্ন
- আপডেট সময় : ০১:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৩৫১ বার পড়া হয়েছে
প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে হাইকোর্ট এবং সচিবালয়ে। তার মানবদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দীর্ঘ কর্মজীবনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় সহকর্মী ও রাজনৈতিক সংগঠন গুলো গভীর শোক প্রকাশ করেন। এরপর তার মরদেহ সিএমএইচ হিমাগারে রাখার জন্য নিয়ে যাওয়া হয়। ৮৩ বছরের জীবনের মায়া ত্যাগ করে অনন্ত এক যাত্রা।
দীর্ঘ ৫৫ বছরে আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বর্ষীয়ান এই আইনজীবী কফিন বন্দী মরদেহটির বহন করেন।
বাংলাদেশের সাবেক এই অ্যাটর্নি জেনারেল ২০০৮ সাল থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
শুক্রবার বাদ এশা প্রথম জানাজার পর আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। এছাড়া সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনসহ আইনজীবীরাও অংশ নেন।
তার দীর্ঘদিনের সহকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের অনুপস্থিতিতে বিদ্যুৎ আইন অঙ্গনে বিশাল একটি শূন্যতা তৈরি হবে। যা পূরণ হওয়ার নয়।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের দ্বিতীয় জানাজার শেষে বেলা ১২টার দিকে সিনিয়র আইনজীবী ও অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে অংশ নেন সচিবসহ সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তারা।
হাসান আরিফের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বলেন, সৎ ও অনিষ্ঠার সাথে তিনি তার কর্মজীবনের দায়িত্ব পালন করে গেছেন।
২৩ তারিখ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তার ছেলে।
শুক্রবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।