হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টাসহ রাজনীতিকদের শোক
- আপডেট সময় : ১২:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৪ বার পড়া হয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. এম হাসান আরিফের মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন রাজনীতিকরা শোক প্রকাশ করেছেন।
আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) বিকাল ৩টা ১০ মিনিটে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ. এফ. এম হাসান আরিফ। তার পরিবার থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন প্রধান উপদেষ্টা। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকেই ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান তিনি।
শোকবার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী, তিনি অন্তর্বর্তীকালীন সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।’
এছাড়াও হাসান আরিফের মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.); মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন; পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা; ধর্ম উপদেষ্টা; তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম; যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ; সড়ক ও সেতু উপদেষ্টা ফাওজুলি কবির খান; অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ; বাণিজ্য-বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ বাকিরা শোক প্রকাশ করেছেন।
এছাড়াও উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন (বেবিচক) চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনীতিক।