ক্যাটরিনার রেশমি চুলের রহস্য ফাঁস
- আপডেট সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন অভিনেত্রী। কিন্তু ভিকির সঙ্গে বিয়ের পরে তিনি একেবারে পঞ্জাবি পরিবারের ঘরনি। শুধু ভিকি নয়। ক্যাটরিনা নাকি তাঁর শাশুড়ি মায়েরও খুব কাছের। ভিকির সঙ্গে শ্বশুর-শাশুড়িকেও আপন করে নিয়েছেন তিনি। কিছু দিন আগেই শাশুড়ি মা বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা। শাশুড়ি-বৌমার এই জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটাগরিক।
এখানেই শেষ নয় শাশুড়ি-বৌমার রসায়ন। ক্যাটরিনার যথেষ্ট খেয়ালও রাখেন ভিকির মা। পুত্রবধূর একঢালা কালো রেশমি চুলের পিছনে তাঁর নাকি বড় ভূমিকা রয়েছে! নিজে হাতে নাকি ক্যাটরিনার জন্য বিশেষ এক ঘরোয়া তেল তৈরি করে দেন তিনি।
এক সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই জানিয়েছেন তাঁর শাশুড়ির তৈরি এই ঘরোয়া টোটকার কথা। অভিনেত্রী বলেন, “আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। তেল, আমলকি, আভোকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারী।”
২০২১-এর ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের এক রাজবাড়িতে বসেছিল বিয়ের আসর। তবে বিয়ের আগের দিন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তাঁরা। কোনও ভাবেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি ভিকি-ক্যাটরিনার পরিবারও। এখনও একসঙ্গে কোনও ছবিতে জুটি বাঁধেননি ভিকি ও ক্যাটরিনা। করণ জোহরের অনুষ্ঠানে গিয়ে প্রথম ভিকিকে নিয়ে মন্তব্য করেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রী জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে মানাবে ভাল। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল।