ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, কে পাবেন কত?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব ক্রিকেটে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সুযোগ সুবিধা বাড়ছে নারী ক্রিকেটারদের। বাংলাদেশও এর থেকে পিছিয়ে নেই। নারী ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাদের জন্য উইনিং বোনাস ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে নারী ক্রিকেটারদের বেতন-ভাতাও।

বিসিবির দেওয়া তথ্য মতে, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বেতন বাড়ছে নিগার সুলতানা জ্যোতিদের। সেক্ষেত্রে এ ও বি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন বাড়ছে ২০ হাজার টাকা করে। এ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা আগে পেতেন এক লাখ টাকা করে। নতুন কাঠামো অনুসারে তারা পাবেন এক লাখ ২০ হাজার টাকা। এই ক্যাটাগরিতে আছেন, অধিনায়ক নিগার সুলতানা, ফারজানা হক, রিতু মনি ও নাহিদা আক্তার।

বি ক্যাটাগরির ক্রিকেটারদেরও বেড়েছে ২০ হাজার টাকা। আগে তারা পেতেন ৮০ হাজার টাকা। এখন পাবেন এক লাখ টাকা। এই তালিকায় আগে থেকেই আছেন ফাহিমা খাতুন ও শামীমা সুলতানা। নতুন করে যুক্ত হলেন, শারমিন, মুর্শিদা, শারমিন সুপ্তা, মারুফা ও রাবেয়া আক্তার।

সি ক্যাটাগরির ক্রিকেটারদের বেড়েছে ১০ হাজার টাকা করে। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৭০ হাজার টাকা। এই তালিকায় আছেন জাহানারা আলম, সোবহানা মোস্তারি ও সোমা আক্তার।

দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা ও সাথি রানিদেরও ১০ হাজার বেড়ে পাবেন ৬০ হাজার টাকা। তারা আছেন ডি ক্যাটাগরিতে।

বেতন ছাড়াও আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় দলকে হারালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মোটা অঙ্কের বোনাস পান জাতীয় দলের ক্রিকেটাররা। এবার নারী ক্রিকেটাররাও পেলেন সুখবর। পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটারদেরও পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বিসিবি।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির ১৬তম বোর্ডসভায় মেয়েদের পুরস্কৃত করার বিষয়টি চূড়ান্ত হয়।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ‘এখন থেকে নারী ক্রিকেটাররা ১–৩ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা দলকে হারাতে পারলে প্রতি ওয়ানডেতে ১ লাখ টাকা করে পাবে। এ ছাড়া ৪–৬ র‌্যাঙ্কিংধারীদের বিপক্ষে ৭৫ হাজার এবং ৭–৯ নম্বরে থাকা দলের সঙ্গে জিতলে পাবে ৫০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ১–৩ নম্বরের দলকে হারালে ৫০ হাজার, ৪–৬ নম্বর দলের বিপক্ষে ৩৫ হাজার এবং ৭–৯ র‌্যাঙ্কিংয়ের দলকে হারালে ৩০ হাজার টাকা করে পাবেন।

নিউজটি শেয়ার করুন

নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, কে পাবেন কত?

আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

বিশ্ব ক্রিকেটে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সুযোগ সুবিধা বাড়ছে নারী ক্রিকেটারদের। বাংলাদেশও এর থেকে পিছিয়ে নেই। নারী ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাদের জন্য উইনিং বোনাস ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে নারী ক্রিকেটারদের বেতন-ভাতাও।

বিসিবির দেওয়া তথ্য মতে, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বেতন বাড়ছে নিগার সুলতানা জ্যোতিদের। সেক্ষেত্রে এ ও বি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন বাড়ছে ২০ হাজার টাকা করে। এ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা আগে পেতেন এক লাখ টাকা করে। নতুন কাঠামো অনুসারে তারা পাবেন এক লাখ ২০ হাজার টাকা। এই ক্যাটাগরিতে আছেন, অধিনায়ক নিগার সুলতানা, ফারজানা হক, রিতু মনি ও নাহিদা আক্তার।

বি ক্যাটাগরির ক্রিকেটারদেরও বেড়েছে ২০ হাজার টাকা। আগে তারা পেতেন ৮০ হাজার টাকা। এখন পাবেন এক লাখ টাকা। এই তালিকায় আগে থেকেই আছেন ফাহিমা খাতুন ও শামীমা সুলতানা। নতুন করে যুক্ত হলেন, শারমিন, মুর্শিদা, শারমিন সুপ্তা, মারুফা ও রাবেয়া আক্তার।

সি ক্যাটাগরির ক্রিকেটারদের বেড়েছে ১০ হাজার টাকা করে। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৭০ হাজার টাকা। এই তালিকায় আছেন জাহানারা আলম, সোবহানা মোস্তারি ও সোমা আক্তার।

দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা ও সাথি রানিদেরও ১০ হাজার বেড়ে পাবেন ৬০ হাজার টাকা। তারা আছেন ডি ক্যাটাগরিতে।

বেতন ছাড়াও আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় দলকে হারালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মোটা অঙ্কের বোনাস পান জাতীয় দলের ক্রিকেটাররা। এবার নারী ক্রিকেটাররাও পেলেন সুখবর। পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটারদেরও পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বিসিবি।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির ১৬তম বোর্ডসভায় মেয়েদের পুরস্কৃত করার বিষয়টি চূড়ান্ত হয়।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ‘এখন থেকে নারী ক্রিকেটাররা ১–৩ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা দলকে হারাতে পারলে প্রতি ওয়ানডেতে ১ লাখ টাকা করে পাবে। এ ছাড়া ৪–৬ র‌্যাঙ্কিংধারীদের বিপক্ষে ৭৫ হাজার এবং ৭–৯ নম্বরে থাকা দলের সঙ্গে জিতলে পাবে ৫০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ১–৩ নম্বরের দলকে হারালে ৫০ হাজার, ৪–৬ নম্বর দলের বিপক্ষে ৩৫ হাজার এবং ৭–৯ র‌্যাঙ্কিংয়ের দলকে হারালে ৩০ হাজার টাকা করে পাবেন।