অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের হার
- আপডেট সময় : ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
ছেলেরা জিতলেও হেরে গেল মেয়েরা। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে শিরোপা জিতল ভারত। টিম ইন্ডিয়ার দেয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ছেলেরা পারলেও পারেনি মেয়েরা। সিনিয়রদের পুনরাবৃত্তি করতে ব্যর্থ জুনিয়ররা। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ট্রফির স্বপ্নভঙ্গ বাংলাদেশের।
আজ মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালেও একই ফলের পুনরাবৃত্তি হয়েছে। কুয়ালালামপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। রান তাড়ায় ১৮.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে গেছেন সুমাইয়ারা। ৪১ রানের জয়ে এ প্রতিযোগিতার প্রথম শিরোপা ধরে তুলেছে ভারত।
আজ টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া। ইনিংসের পঞ্চম ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিলেন ফারজানা ইয়াসমিন। ওভারের তৃতীয় বলে কামিলিনিকে (৫) নিশিতা আক্তার নিশির হাতে ক্যাচ পরিণত করেন ডানহাতি এ পেসার। ওভারের শেষ বলে সানিকা চালকেকে (০) ফেরান ফারজানা।
এরপর অধিনায়ক নিকি প্রসাদকে নিয়ে জুটি গড়েন আরেক ওপেনার গঙ্গাদী তৃষা। দুজনের তৃতীয় উইকেট জুটিতে ৪১ রান পায় ভারত। ইনিংসের ১২তম ওভারে নিকিকে (১২) ফিরিয়ে জুটি ভাঙেন হাবিবা ইসলাম। পাঁচে নামা ঈশ্বরী ঐশ্বরীকে (৫) উইকেটে এসে থিতুই হতে দেননি নিশিতা নিশি।
নিয়মিত উইকেট গেলেও একপ্রান্ত আগলে ভারতের রানের চাকা সচল রাখেন ভারতীয় ওপেনার তৃষা। ইনিংসের ১৫তম ওভারে ফারজানা এসে যখন তৃষাকে ফেরালেন, ততক্ষণে ভারতীয় ওপেনার ফিফটি পেরিয়ে (৪৭ বলে ৫২ রান) গেছেন। শেষ দিকে মিথিলা ভিনোদের ১৭ ও আয়ুশি শুকলার ১০ রানে ১১৭ রানের সংগ্রহ পায় ভারত।
বাংলাদেশের হয়ে ফারজানা ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন। এর বাইরে নিশিতা নিশি ২টি ও হাবিবা ১টি উইকেট নিয়েছেন।
টি-টোয়েন্টি বিবেচনায় ১১৮ রানের লক্ষ্য মোটেও কঠিন কিছু নয়। কিন্তু রান তাড়ায় নেমে বাংলাদেশি ব্যাটারদের তেমন কেউ দাঁড়াতেই পারেননি। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মোটে দুজন। ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ ও উইকেটকিপার-ব্যাটার জুয়াইরা ফেরদৌস ২২ রান করেছেন।
বাংলাদেশ অবশ্য প্রথম ধাক্কাটা খেয়েছিল ইনিংসের ২য় ওভারেই। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার মোসাম্মত ইভা। তিনে নেমে অধিনায়ক সুমাইয়া ৮ রান করে পথ ধরেন ড্রেসিংরুমের। এরপর ছোঁয়া-ফেরদৌস তৃতীয় জুটিতে ২০ রান পায় বাংলাদেশ। ইনিংসের ৮ম ওভারে ছোঁয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন সোনাম যাদব। কার্যত বাংলাদেশের জয়ের আশাটাও থেমে যায় ওখানেই।