পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত আরো পাঁচজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের মাকেন এলাকায় এই ঘটনা ঘটে।
ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। জানা গেছে, ৩০ জনের মতো একটি সশস্ত্র দল মধ্যরাতে সেনা চৌকি ঘেরাও করে তিন দিক থেকে আক্রমণ শুরু করে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই হামলা। সন্ত্রাসীরা চেকপয়েন্টের ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র ও অন্যান্য জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়। এক পর্যায়ে সেনা চৌকির নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান তালেবান গোষ্ঠীটি।