ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের সংঘর্ষ
- আপডেট সময় : ০১:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি যাত্রীবাহী বাসসহ ৭টি যানবাহনে সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে আরও ২০ জন। নিহত প্রাইভেটকার চালক ফরহাদের (২৮) বাড়ি ফরিদপুরের চরদুয়ার এলাকায়। আজ (রোববার, ২২ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ভোরে ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় প্রথমে মাওয়া মুখী প্রাইভেটকারে কভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসকে। এরপর পরই আরেকটি যাত্রীবাহী বাসের পেছনে শাকুরা পরিবহন, এনা পরিবহন ও গোল্ডেন লাইভ পরিবহনের আরো দুটি বাস সংঘর্ষ হয়। এতে প্রইভেটকার চালক ফরহাদ (২৮) নামের একজন গুরুতর আহত হন। পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।