চলছে বিশ্বজুড়ে বড়দিন উদযাপনের প্রস্তুতি
- আপডেট সময় : ০৫:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে এখন বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব উপলক্ষে বিভিন্ন দেশে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে চার্চ, ক্রিস্টমাস ট্রি ও ঐহিত্যবাহী স্থাপনা। বড়দিনকে সামনে রেখে খ্রিস্ট মাসের পসরা সাজিয়ে বসেছেন বহু দোকানি। স্বজনদের জন্য উপহার কিনতে ব্যস্ত অনেকে।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আর মাত্র তিন দিন বাকী। এ উপলক্ষ্যে ঝলমলে আলোকসজ্জা, বাহারি ক্রিসমাস ট্রি আর নানা আয়োজনে সেজেছে পুরো বিশ্ব। উৎসবকে আরো রঙিন করতে নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতির ওপর গুরুত্ব দিচ্ছে দেশগুলো।
বড়দিন উপলক্ষে যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের সড়কগুলোতে সান্তা ক্লোজের পোশাক পরে বিশেষ সাইকেল র্যালি করেছে একটি দাতব্য সংস্থা। এতে অংশ নিয়েছিলো প্রায় ১২’শ মানুষ। পালমাল থেকে বাকিমহাম প্যালেস পর্যন্ত ভ্রমণ করে অসহায় শিশুদের জন্য তহবিল সংগ্রহ করেন তারা।
ব্যতিক্রমী নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে রাশিয়াতে। মস্কোর বিভিন্ন স্থানে বড়দিনকে ঘিরে অস্থায়ী দোকান চালু করেছে ব্যবসায়ীরা। শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ক্রিসমাস ট্রি। শীতে আনন্দের মাত্রা আরও বাড়াতে আইস স্কেটিংয়ের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
বড়দিন উপলক্ষে ফ্রান্সের প্যারিসে স্কেটারদের জন্য কৃত্রিম অভ্যন্তরীণ আইস রিং চালু করা হয়েছে। ৩ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে একটি অস্থায়ী আইস রিংক-এ স্কেটিং করে খুশি স্কেটাররা। আগামী ৮ই জানুয়ারি পর্যন্ত থাকবে এই আইস রিংক।
বলিভিয়ার কোচাবাম্বা শহরে বিশালাকৃতির যিশুর ভাস্কর্যের ওপর আলোর তৈরি যিশুর ছবির বিশেষ ভিডিও-ম্যাপিং প্রদর্শিত হচ্ছে। দৃষ্টিনন্দন এই দৃশ্য মুগ্ধ করছে দর্শণার্থীদের।