গোল-উৎসবে টটেনহামকে হারিয়ে শীর্ষে লিভারপুল
- আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৬ বার পড়া হয়েছে
টটেনহাম হটস্পার স্টেডিয়ামে আক্রমণাত্মক ও উত্তেজনাপূর্ণ ম্যাচে টটেনহামকে ৬-৩ গোলে পরাজিত করেছে লিভারপুল। আর্নে স্লটের দল জয়ের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে।
১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিভারপুল বড় দিনের উৎসব করবে শীর্ষে থেকে। অন্যদিকে, ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি, যারা আজ এভারটনের সঙ্গে ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছে।
প্রথমার্ধেই লিভারপুল ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায়। ২৩ মিনিটে লুইস দিয়াজ লিভারপুলকে এগিয়ে দেন। ৩৬ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ব্যবধান বাড়ান। ৪১ মিনিটে টটেনহামের জেমস ম্যাডিসন দূরপাল্লার এক চমৎকার শটে ব্যবধান কমান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দমিনিক সবোসলাইয়ের গোল লিভারপুলকে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে পাঠায়।
বিরতি থেকে ফিরে লিভারপুলের মোহাম্মদ সালাহ ৫৪ ও ৬১ মিনিটে জোড়া গোল করে স্কোরলাইন ৫-১ করেন। তবে টটেনহাম হার মানতে রাজি ছিল না। ৭২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ৮৩ মিনিটে ডমিনিক সোলাঙ্কি গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান।
তবে লিভারপুলের লুইস দিয়াজ ৮৫ মিনিটে দ্বিতীয়বারের মতো গোল করে ম্যাচের সব উত্তেজনা শেষ করে দেন।
এই জয় শুধু লিভারপুলের অবস্থান শক্ত করেনি, বরং তাদের আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতাও নিশ্চিত করেছে। কোচ আর্নে স্লটের কৌশল ও খেলোয়াড়দের পারফরম্যান্সে মুগ্ধ ফুটবল বিশ্লেষকরা।
টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলুও লিভারপুলের খেলার প্রশংসা করেছেন। তবে তিনি বিশ্বাস করেন, এই হারের অভিজ্ঞতা টটেনহামকে ভবিষ্যতে আরও ভালো খেলায় অনুপ্রাণিত করবে।