ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চাঁদপুরের মেঘনায় জাহাজে ডাকাতের হামলায় ৫ জন নিহত: কোস্টগার্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের মেঘনায় সারবাহী একটি জাহাজে ডাকাতের হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়া তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

চট্টগ্রামের সিইউএফএল জেটি থেকে ইউরিয়া সার নিয়ে পাবনার নগরবাড়ি যাওয়ার পথে আল বাকেরা জাহাজটি ডাকাতদের কবলে পড়ে। এতে পাঁচ জন নিহত এবং কয়েকজন গুরতর আহত হয়েছেন বলে তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড।

জানা গেছে, চাঁদপুরের মাঝের চর নামক স্থানে এই হামলার ঘটনা ঘটেছে। উদ্ধারকাজে ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।

চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার ফজলু হক বলেন, ‘চাঁদপুরের মেঘনায় মাঝির বাজার এলাকায় জাহাজে ডাকাতের হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছে। তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

নৌ পুলিশ জানায়, জাহাজটি চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে নোঙররত ছিল। সেটিতে সার পরিবহন করা হচ্ছিল। নিহতেরা নৌযানটির চালক ও অন্যান্য কর্মী হতে পারেন।

নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তারা বিকেল ৩টার দিকে নৌযানটির কাছে যান। সেখানে গিয়ে নৌযানের পাঁচটি কক্ষে ৫ জনের মরদেহ দেখতে পান। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় গেছে। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আটজনই জাহাজটিতে অবস্থান করছিল বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরের মেঘনায় জাহাজে ডাকাতের হামলায় ৫ জন নিহত: কোস্টগার্ড

আপডেট সময় : ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের মেঘনায় সারবাহী একটি জাহাজে ডাকাতের হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়া তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

চট্টগ্রামের সিইউএফএল জেটি থেকে ইউরিয়া সার নিয়ে পাবনার নগরবাড়ি যাওয়ার পথে আল বাকেরা জাহাজটি ডাকাতদের কবলে পড়ে। এতে পাঁচ জন নিহত এবং কয়েকজন গুরতর আহত হয়েছেন বলে তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড।

জানা গেছে, চাঁদপুরের মাঝের চর নামক স্থানে এই হামলার ঘটনা ঘটেছে। উদ্ধারকাজে ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।

চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার ফজলু হক বলেন, ‘চাঁদপুরের মেঘনায় মাঝির বাজার এলাকায় জাহাজে ডাকাতের হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছে। তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

নৌ পুলিশ জানায়, জাহাজটি চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে নোঙররত ছিল। সেটিতে সার পরিবহন করা হচ্ছিল। নিহতেরা নৌযানটির চালক ও অন্যান্য কর্মী হতে পারেন।

নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তারা বিকেল ৩টার দিকে নৌযানটির কাছে যান। সেখানে গিয়ে নৌযানের পাঁচটি কক্ষে ৫ জনের মরদেহ দেখতে পান। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় গেছে। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আটজনই জাহাজটিতে অবস্থান করছিল বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।