প্রত্যেকটা গুলির বিচার হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ সরকার শহীদ পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবে৷
সোমবার শহীদ আরাফাতের জানাজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেস সচিব বলেন, বিচার আমাদের টপ প্রায়োরিটি৷ বিচার নিশ্চিত করবো৷ যারা ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরও বিচার হবে।
এসময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে আসবে, বিচারের মুখোমুখি হওয়ার জন্য। ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। ফাঁসির কাষ্ঠে ঝুলতে শেখ হাসিনাকে ফিরতেই হবে।
একই সভায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ৪ মাস ১৮ দিন পরেও ভাইদের হারাতে হচ্ছে৷ আমরা যেন শহীদ ভাইদের স্বপ্ন থেকে বিচ্যুত না হই৷ এই সরকারের মেয়াদেই যেন এ বিচার দেখে যেতে পারি।