সার আত্মসাৎ কাণ্ডে আলোচিত নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনকে হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, নিউ মার্কেট থানার একাধিক মামলায় সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হকসহ নয় জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নরসিংদীর স্বতন্ত্র সংসদ সদস্য হয়েও এক সময় কামরুল আশরাফ খান পোটন ছিলেন আলোচিত। ৫৮১ কোটি ৫৮ লাখ টাকার ইউরিয়া সার আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় কারাগারেও ছিলেন তিনি।
সরকারি সার ছাড়াও নরসিংদী এলাকার নদীর তীর, অন্যের জমিজমা দখলের অভিযোগও পাওয়া যায় তার নামে। আলোচিত সাবেক এমপি কামরুল আশরাফ খান এবার হত্যা মামলায় আসামি হয়ে এলেন আদালতে।
যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে ঢাকার আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এসময় আদালতে পোটন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।
এছাড়া এদিন যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, নিউ মার্কেট থানার একাধিক মামলায় সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হকসহ নয় জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।