শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা জানিয়েছি ভারতকে। আমাদের পক্ষ থেকে তাকে যে ফেরত চাওয়া হচ্ছে বিচার ব্যবস্থার জন্য, সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে।’
এর আগে গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।