তুরস্কে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৯ বার পড়া হয়েছে
তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি হাসপাতালের ভবনের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দেশটির মুগলা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
হেলিকপ্টারটি মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে উড্ডয়ন করার কিছু সময় পর হাসপাতালের ভবনে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে দু’জন পাইলট, একজন চিকিৎসক এবং আরেকজন চিকিৎসা কর্মী ছিলেন। তবে হাসপাতালের কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় এই দুর্ঘটনা ঘটতে পারে।