ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তুরস্কের অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের কারেসি জেলায় একটি অস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ডেইলি সাবাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে চালু হওয়া এই কারখানায় হালকা অস্ত্রের জন্য গোলাবারুদ তৈরি করা হতো। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।

বালিকেসিরের গভর্নর ইসমাইল উসতাওগলু এ ঘটনায় নাশকতার আশঙ্কা নাকচ করে প্রাথমিক তদন্তের ভিত্তিতে একে একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

বিস্ফোরণের পর জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

তুরস্কের অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

আপডেট সময় : ০৩:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের কারেসি জেলায় একটি অস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ডেইলি সাবাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে চালু হওয়া এই কারখানায় হালকা অস্ত্রের জন্য গোলাবারুদ তৈরি করা হতো। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।

বালিকেসিরের গভর্নর ইসমাইল উসতাওগলু এ ঘটনায় নাশকতার আশঙ্কা নাকচ করে প্রাথমিক তদন্তের ভিত্তিতে একে একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

বিস্ফোরণের পর জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।