শেখ হাসিনার দুর্নীতি তদন্ত সরকারের অগ্রাধিকার: প্রেস সচিব
- আপডেট সময় : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
শেখ হাসিনার দুর্নীতি তদন্ত সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘শেখ হাসিনার দুর্নীতি তদন্ত সরকারের অগ্রাধিকার। তার সরকার চোরতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগীদের মুখোশ উন্মোচন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।’
শফিকুল আলম বলেন, ‘যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করা হবে।’ উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি জানান, পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত হয়েছে।
যেখানে, ৭৬৪ জনকে পদন্নোতির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১১৯ জন সচিব পদে ৪১ জনকে গ্রেড ওয়ান ও বাকিরা যুগ্মসচিব ও উপসচিব পদে পদায়ন পাবেন।
এছাড়া গণভবনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এসময় প্রেস সচিব বলেন, কোরিয়ার সাথে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হবে। যা হবে বাংলাদেশের জন্য বড় উন্মুক্ত বাজার।