ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন হাসপাতালে ভর্তি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থ হয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় সময় সোমবার জ্বরে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

ক্লিনটনের সহকারী চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা এক্সে পোস্টে বলেন, প্রেসিডেন্ট ক্লিনটন জ্বরে আক্রান্ত হলে স্থানীয় সময় সোমবার বিকেলে তাকে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে। তবে মানসিকভাবে তিনি চাঙ্গা আছেন।

গত কয়েক বছরে বেশ কয়েকবার স্বাস্থ্যগত সমস্যায় ভুগেছেন ৭৮ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সর্বশেষ ২০২১ সালে পাঁচ রাত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেবার তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল।

২০০৪ সালে ৫৮ বছর বয়সে হৃদরোগ ধরা পড়ার পর ক্লিনটনের বাইপাস সার্জারি হয়। এছাড়া ২০২২ সালের নভেম্বরে কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তিনি।

১৯৯৩ থেকে ২০০১ সালের মাঝে দুইবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনটন। ৬৩ বছর বয়সী বারাক ওবামার পর তিনিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী সাবেক প্রেসিডেন্ট, যিনি এখনো বেঁচে আছেন। প্রেসিডেন্ট থাকাকালীন নানা কেলেঙ্কারিতে জড়িয়েছে বিল ক্লিনটনের নাম।

নিউজটি শেয়ার করুন

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৩:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

অসুস্থ হয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় সময় সোমবার জ্বরে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

ক্লিনটনের সহকারী চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা এক্সে পোস্টে বলেন, প্রেসিডেন্ট ক্লিনটন জ্বরে আক্রান্ত হলে স্থানীয় সময় সোমবার বিকেলে তাকে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে। তবে মানসিকভাবে তিনি চাঙ্গা আছেন।

গত কয়েক বছরে বেশ কয়েকবার স্বাস্থ্যগত সমস্যায় ভুগেছেন ৭৮ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সর্বশেষ ২০২১ সালে পাঁচ রাত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেবার তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল।

২০০৪ সালে ৫৮ বছর বয়সে হৃদরোগ ধরা পড়ার পর ক্লিনটনের বাইপাস সার্জারি হয়। এছাড়া ২০২২ সালের নভেম্বরে কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তিনি।

১৯৯৩ থেকে ২০০১ সালের মাঝে দুইবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনটন। ৬৩ বছর বয়সী বারাক ওবামার পর তিনিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী সাবেক প্রেসিডেন্ট, যিনি এখনো বেঁচে আছেন। প্রেসিডেন্ট থাকাকালীন নানা কেলেঙ্কারিতে জড়িয়েছে বিল ক্লিনটনের নাম।