এনসিএল টি-টোয়েন্টিতে স্বল্প রানের ফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে জয় পেয়েছে রংপুর বিভাগ। প্রথমে ব্যাট করে রংপুরকে ৬৩ রানের টার্গেট দিলে ৫ উইকেট হাতে রেখেই তা উতরে যায় আকবর আলীর রংপুর। তবে ফাইনাল ম্যাচে রান কম হওয়ায় নাখোশ স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকরা।
দর্শকশূন্য পুরো আসরের পর এনসিএল টি-টোয়েন্টির ফাইনালকে ঘিরে সিলেটে দর্শকদের মাঝে উদ্দীপনা ছিল তুলনামূলক বেশি। তবে স্বল্প রানের ম্যাচে সে উদ্দীপনায় গুড়ে বালি।
টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে দাবার চাল দিয়েছেন রংপুর অধিনায়ক আকবর আলী। যার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সিতে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ দল।
দলে তারকা না থাকলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা আলাউদ্দিন বাবু দিয়েছেন ভরসার প্রতিদান।
মুহিদুল মুগ্ধকে সাথে নিয়ে মাত্র ৬২ রানেই ঢাকা মেট্রোতে বোতলবন্দি করেছে এই দুই বোলার। দুজনে নিয়েছেন ৩ টি করে উইকেট।
অবশ্য ৬৩ রান তাড়া করতে নেমে রংপুরের শুরুটাও হয়েছিল ঢাকার মতোই। আলিস-রনিদের সামনে দাঁড়াতে পারেনি দলটির টপ অর্ডার।
তবে দ্রুত ৫ উইকেট হারালেও আরিফুল-আনামুলের ২৪ রানের জুটি ম্যাচে ফেরায় রংপুরকে। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পায় আকবর আলীর দল।