এবার সানি লিওনের নামে প্রতারণা
- আপডেট সময় : ০৩:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৭ বার পড়া হয়েছে
বলিউড তারকা সানি লিওন সকলের চেনা। এবার তার নামে থানায় অভিযোগও দায়ের হয়েছে। মূলত ভারতের ছত্রিশগড় রাজ্যে ভারত সরকার বিবাহিত নারীদের মাসিক ভাতা দেয়। ‘মাহতারি বন্দনা যোজনা’ নামে চলছে প্রকল্পটি। এবার অভিযোগ উঠেছে ওই রাজ্যের বস্তার অঞ্চলের তালুর গ্রামে বলিউডের এই অভিনেত্রীর নামে অ্যাকাউন্ট খুলে এক ব্যক্তি প্রতি মাসে এক হাজার রুপি নিচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী।
এ ঘটনা সামনে আসার পর ওই অ্যাকাউন্টে আর সরকারি প্রকল্পের কোনো টাকা পাঠানো হচ্ছে না। তবে এখনো গ্রেপ্তার হননি বীরেন্দ্র।
জানা যায়, বীরেন্দ্র নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। সম্প্রতি স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম এই বিষয়ে জানতে পারে। খবরটি প্রকাশিত হওয়ার পরেই টনক নড়ে তাদের। সংশ্লিষ্ট এলাকার জেলাশাসক হরিশ এস জানান, সানি লিওনের নামে খোলা ওই ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করে দেয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে সানি লিওনের তরফ থেকে কোনো কিছু এখনো জানানো হয়নি।