চাঁদপুরে নিহতদের পরিচয় মিলেছে, তদন্ত কমিটি
- আপডেট সময় : ০৪:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৮ বার পড়া হয়েছে
চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা সারবাহী একটি জাহাজে ডাকাতির ঘটনায় নিহত সাত জনের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে।
এরা হলেন – মাষ্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল।
এদিকে, এ ঘটনায় চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজটি থেকে ৮ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৯৯৯ মাধ্যমে তারা জানতে পারেন এমভি আল বাখেরা জাহাজে মরদেহ রয়েছে। পরে তারা গিয়ে ৫ জনকে মৃত অবস্থায় এবং ৩ জনকে আশংকাজনক অবস্থায় পান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এখন আশঙ্কাজনক অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।