বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম আটক

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৯৩ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৬টা ২৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করার কথা ছিল মইনুল ইসলামের। কিন্তু সাড়ে ৫টায় পুলিশি ক্লিয়ারেন্স না থাকায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম।