‘মেসি আমার চেয়ে ভালো সেটা কে বলল?’ – বলেই অট্টহাসি রোনালদোর
- আপডেট সময় : ০২:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৭ বার পড়া হয়েছে
লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো – কে সেরা ফুটবলার, তা নিয়ে তর্ক-বিতর্ক অনেক দিনেরই। ভক্তদের এমন দুই ভাগে বিভক্ত হয়ে তর্কে জড়ানো নতুন কিছু নয়। তবে এই দুই তারকা ফুটবলার নিজেদের মধ্যে কে কাকে সেরা হিসেবে এগিয়ে রাখছেন তার উত্তর দিতে তাদেরকে সব সময় দেখা যায় না।
তবে এবার মুখ খুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি সর্বকালের সেরা নাকি রোনালদো- ইউটিউবের এক ভিডিওতে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন পর্তুগিজ তারকা। সৌদি আরবের আল নাসরে খেলা রোনালদো কদিন আগে নিজের ইউটিউব চ্যানেল খুলে ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছিলেন।
শুধু তা-ই নয়, ইউটিউবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার থাকা মিস্টার বিস্টের সঙ্গে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের সাড়া ফেলে দেন রোনালদো। এবার মিস্টার বিস্টের সঙ্গে করা এক ভিডিওতেই উঠে এসেছে লিওনেল মেসি প্রসঙ্গ।
‘রোনালদোকে থামাতে কতজন গোলকিপার দরকার’- শীর্ষক একটি ভিডিওতে আমেরিকার ইউটিউবার মিস্টার বিস্ট রোনালদোকে উদ্দেশ্য করে বলেন, ‘নোলান (বিস্টের বন্ধু) বলেছে, ও আপনাকে পছন্দ করে না, ও মনে করে আপনি সর্বকালের সেরা নন।‘
এরপর মিস্টার বিস্ট তার বন্ধু নোলানকে দেখিয়ে বলেন, ‘এই যে ওখানে থাকা ছেলেটা নোলান- ও মনে করে মেসি অনেক ভালো। ও খেলাটাকে সকার বলে এবং ও বলেছে মেসিই সর্বকালের সেরা।‘
বিস্টের এমন কথার জবাবে রোনালদো উত্তর দেন, ‘মেসি আমার চেয়ে ভালো সেটা কে বলল?’ বলেই অট্টহাসিতে ফেটে পড়েন।
মজা করে রোনালদোর দেওয়া সেই উত্তরের ভিডিও এখন ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করেছে। অনেকেই এর পক্ষে বিপক্ষে যুক্তি দিচ্ছেন।
ইউরোপ ছেড়ে সৌদি আরবে খেলা চালিয়ে যাওয়া ৩৯ বছর বয়সী রোনালদো ফুটবলের চেয়ে এখন বেশি আলোচনায় থাকেন তাঁর ইউটিউব ভিডিওর অতিথি নিয়ে। কারণটাও অবশ্য সবারই জানা, ইউটিউব খোলার ২৪ ঘণ্টার মধ্যেই রেকর্ড গড়ে ১ কোটির চেয়ে বেশি সাবস্ক্রাইবার পেয়েছিলেন রোনালদো। বর্তমানে ইউটিউবে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৭ কোটি ২১ লাখ।