এক রোনালদোর কাছে হার মেনেছেন ১৫ নারী ক্রীড়াবিদ
- আপডেট সময় : ০৮:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
এক ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে হার মেনেছেন ১৫ নারী ক্রীড়াবিদ। খেলায় নয়, আয়ের দিক থেকে শীর্ষে থাকা নারী খেলোয়াড়দের তুলনায় অনেক এগিয়ে রোনালদো। পর্তুগিজ যুবরাজের চলতি বছরে আয় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন সাময়িকী ফোর্বস ও ক্রীড়া বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টিকোরের এক হালনাগাদে। নারীদের এত এত সাফল্য অর্জনের পরও এমন পার্থক্যের কারণ কী?
ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে বাস্কেটবল সব প্ল্যাটফর্মে নারীদের জয়জয়কার। ক্রিকেটার এলিস পেরি, হারমানপ্রীত কর, সালমা আক্তার থেকে টেনিস জগতের মারিয়া শারাপোভা, সানিয়া মির্জা থেকে কোকো গফ- নিজেদের অদম্য ইচ্ছা শক্তিতে গড়েছেন নানা অর্জন।
এতকিছুর পরও দেশ থেকে বিদেশের ক্রীড়াঙ্গনে পুরুষের তুলনায় আয়ের দিক দিয়ে বরাবরই পিছিয়ে নারী ক্রীড়াবিদরা। সম্প্রতি বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ও ক্রীড়া বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টিকোরের এক হালনাগাদে দেখা যায়, আয়ের দিক থেকে শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদের চেয়েও অনেক বেশি আয় এক ক্রিশ্চিয়ানো রোনালদোরই। খেলা এবং খেলার বাইরে মিলিয়ে চলতি বছর পর্তুগিজ যুবরাজের আয় ২৬০ মিলিয়ন ডলার। এদিকে স্পোর্টিকোর হিসাব বলছে- শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদ মিলে আয় করেছেন ২১৯ মিলিয়ন ডলারের কিছু বেশি। যা রোনালদোর চেয়ে ৪১ মিলিয়ন কম।
নারী খেলোয়াড়দের মধ্যে ২০২৪ সালে আয়ের দিক থেকে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ। চলতি বছরের মাঝামাঝিতে ফেঞ্চ ওপেনের নারী দ্বৈতের শিরোপা জয় গফের আয় বৃদ্ধিতে বড় ভুমিকা রেখেছে। এ বছর আয়ে শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদের ১০ জনই টেনিস খেলোয়াড়, ২ জন গলফার এবং ১ জন করে, জিমন্যাস্ট ও বাস্কেটবল খেলোয়াড়। স্পোর্টিকোর প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৫ ক্রীড়াবিদ গত বছরের তুলনায় এ বছর ২৭ শতাংশ বেশি অর্থ উপার্জন করেছেন।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টিকোর প্রতিবেদনে উঠে এসেছে- মাঠের বাইরে নারীদের আয় কম হওয়া কারণে পুরুষের তুলনায় পিছিয়ে আছে নারী ক্রীড়াবিদদরা।