পরমাণু কর্মসূচি চালু রাখার ঘোষণা শাহবাজের
- আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৫১ বার পড়া হয়েছে
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই। একই সঙ্গে তিনি পাকিস্তানের পরমাণু কর্মসূচিও চালু রাখার ঘোষণা দিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ এসব কথা বলেন। তিনি বলেন, শুধু প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই পাকিস্তান তাদের পরমাণু কর্মসূচি চালু রেখেছে। আগ্রাসনের কোনো উদ্দেশ্য নেই তাদের।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে শাহবাজ শরিফ আরও বলেন, ‘দেশের নিরাপত্তার প্রয়োজনে আমাদের পারমাণবিক কর্মসূচি চালু থাকবে। যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যুক্তি নেই।’
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে বলেও উল্লেখ করেন শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের নয়। এটি পাকিস্তানের ২৪ কোটি মানুষের। ফলে এটি কোনো আপস হবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ।’
গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানি চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলা হয়, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্রমবর্ধমান বিস্তারের হুমকির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশ অনুযায়ী নিষেধাজ্ঞার জন্য চারটি সংস্থাকে মনোনীত করছে। গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারকারী এসব সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।