শ্রীলংকার বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের
- আপডেট সময় : ০১:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৭ বার পড়া হয়েছে
ঠাসা সূচিতে বিরামহীনভাবে ব্যস্ত নিউজিল্যান্ড ক্রিকেট দল। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করার পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে প্রস্তুত কিউইরা।
এ জন্য গত সোমবার (২৩ ডিসেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলকে নেতৃত্ব দেবেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বেভন জ্যাকবস।
১৬ জনের মধ্যে ১০জনই আছেন দুই ফরম্যাটেই। বাকি ৬ জনের মধ্যে জ্যাকবস, জ্যাক ফুলকস ও টিম রবিনসন খেলবেন শুধু টি-টোয়েন্টিতে। আর শুধু ওয়ানডে সিরিজ খেলবেন উইল ইয়ং, টম ল্যাথাম এবং উইলিয়াম ও’রোরকে।
আগামী ২৮ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ ডিসেম্বর এবং ২ জানুয়ারি। ৫ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ৮ ও ১১ জানুয়ারি।
ওয়ানডে দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, মিচ হে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম ও ইলিয়াম ও’রোরকে।
টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, মিচ হে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, রাচিন রবীন্দ্র, জ্যাক ফুলকস, বেভন জ্যাকবস ও টিম রবিনসন।