আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫

- আপডেট সময় : ০২:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৯৯ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পাকতিকা প্রদেশের কয়েকটি গ্রাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ ১৫জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন যাদের অবস্থা আশঙ্কাজনক।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দফায় দফায় সাতটি গ্রাম লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা। বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, বারমালে বিমান হামলার ঘটনার নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসময় প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। জানিয়েছে, ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের অধিকার।
যদিও এখন পর্যন্ত বিমান হামলা দায় স্বীকার করেনি পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে থাকা তালেবান গোষ্ঠীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।