ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চাঁদপুরে জাহাজে ৭ শ্রমিক হত্যার আসামি ইরফানের ৭ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ক্ষোভ থেকেই চাঁদপুরের জাহাজে ৭ জনকে খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি আকাশ মন্ডল ইরফানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ ফারহান সাদিক এ আদেশ দেন।

বুধবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শরীফ মাহমুদ সায়েম এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে বেতন-ভাতা ও ক্ষোভ থেকেই চাঁদপুরের জাহাজে ৭ জনকে খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব। আজ কুমিল্লায় আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর পক্ষে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

এর আগে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল (মঙ্গলবার) রাতে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে আকাশ মন্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে বলে দাবি করেছেন লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

সম্মেলনে র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে ‘এমভি আল বাখেরা’ জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যা করেন গ্রেপ্তারকৃত আকাশ মন্ডল ওরফে ইরফান।

পরে জাহাজে থাকা অন্য সদস্যরা বিষয়টি ফাঁস করে দিতে পারেন, এমন আতঙ্ক থেকে বাকি সাতজনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এর মধ্যে মাস্টারসহ সাতজনের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান জাহাজের সুকানি জুয়েল।

জিজ্ঞাসাবাদে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ ৮ মাস ধরে কোনো প্রকার বেতন-ভাতা দিতেন না, এমনকি দুর্ব্যবহারও করতেন বলে জানিয়েছেন ইরফান। এসবের ক্ষোভ থেকেই সবাইকে হত্যা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে জাহাজে ৭ শ্রমিক হত্যার আসামি ইরফানের ৭ দিনের রিমান্ড

আপডেট সময় : ০৯:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ক্ষোভ থেকেই চাঁদপুরের জাহাজে ৭ জনকে খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি আকাশ মন্ডল ইরফানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ ফারহান সাদিক এ আদেশ দেন।

বুধবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শরীফ মাহমুদ সায়েম এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে বেতন-ভাতা ও ক্ষোভ থেকেই চাঁদপুরের জাহাজে ৭ জনকে খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব। আজ কুমিল্লায় আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর পক্ষে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

এর আগে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল (মঙ্গলবার) রাতে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে আকাশ মন্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে বলে দাবি করেছেন লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

সম্মেলনে র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে ‘এমভি আল বাখেরা’ জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যা করেন গ্রেপ্তারকৃত আকাশ মন্ডল ওরফে ইরফান।

পরে জাহাজে থাকা অন্য সদস্যরা বিষয়টি ফাঁস করে দিতে পারেন, এমন আতঙ্ক থেকে বাকি সাতজনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এর মধ্যে মাস্টারসহ সাতজনের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান জাহাজের সুকানি জুয়েল।

জিজ্ঞাসাবাদে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ ৮ মাস ধরে কোনো প্রকার বেতন-ভাতা দিতেন না, এমনকি দুর্ব্যবহারও করতেন বলে জানিয়েছেন ইরফান। এসবের ক্ষোভ থেকেই সবাইকে হত্যা করেন তিনি।