অস্ট্রেলিয়া-ভারতের শেষ দুই টেস্টে আছে বাংলাদেশও
- আপডেট সময় : ০১:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৩ বার পড়া হয়েছে
চলমান অস্ট্রেলিয়া-ভারতের বোর্ডার গাভাস্কার ট্রফিতে থাকছে বাংলাদেশও! দুই দলের এই লড়াইয়ে মাঠের ক্রিকেটে তো আর থাকা সম্ভব নয়, থাকছে অন্যভাবে। সিরিজের শেষ দুই টেস্টেই আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টে তিনি থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। এরপর ৩ জানুয়ারি শুরু হওয়া সিডনি টেস্টে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।
শরফুদ্দৌলা আম্পায়ার সর্বশেষ ডারবানে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। ডারবান টেস্টে তার আম্পায়ারিং বেশ প্রশংসিতও হয়েছে। সেই ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্তের বিপক্ষে ৮ বার রিভিউ নেয়া হলেও একটি সিদ্ধান্ত বদল হয়নি। এরপর সিরিজের পরের ম্যাচে গেবেখায় ছিলেন টিভি আম্পায়ার।
চলতি বছরের অক্টোবরে পাকিস্তান-ইংল্যান্ড ৩ ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচে ফিল্ড আম্পায়ার ও এক ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার। জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। এটি ছিল বিদেশের মাটিতে তার প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সিরিজ।
সব মিলিয়ে ২০২৪ সালে এখন পর্যন্ত তিনি আম্পায়ারিং করেছেন ১০টি টেস্টে। এ ছাড়া চলতি বছরে ৫টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ার ছিলেন শরফুদ্দৌলা। আম্পায়ার হিসেবে ব্যস্ত সময় পার করছেন শরফুদ্দৌলা, সেটা তাই বলাই যায়।
এর আগে ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা। ২০১০ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হওয়া শরফুদ্দৌলা বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে এসেছেন গত মার্চে।