বর্ডার গাভাস্কার ট্রফিতে বাংলাদেশি আম্পায়ার সৈকত
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৮:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৭ বার পড়া হয়েছে
বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
দুর্দান্ত আম্পায়ারিংয়ের জন্য বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার পরও অসাধারণ আম্পায়ারিং অব্যাহত রেখেছেন।
যার স্বীকৃতি স্বরূপ এবার বাংলাদেশি এই আম্পায়ারের ডাক পড়েছে বর্ডার-গাভাস্কার ট্রফির মতো হাই-ভোল্টেজ সিরিজে।
মেলবোর্নে চতুর্থ টেস্টে শরফুদ্দৌলা সৈকত টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। আর পঞ্চম ও শেষ টেস্টে থাকবেন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে।
এর আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ডারবান টেস্টে তার আম্পায়ারিং বেশ প্রশংসা কুড়িয়েছে। তার বিপক্ষে আটবার রিভিউ নিয়েও সফল হয়নি প্রতিপক্ষ।