ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
প্রায় ১০ ঘণ্টা পর সচিবালয়ের আগুন পুরোপুরি নির্বাপণ হয়েছে: ফায়ার সার্ভিস; আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট, উদ্ধারকাজে সহায়তা করেছে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, র‌্যাব :::: সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, নাশকতা কি-না তা জানা যাবে তদন্তের পর: স্বরাষ্ট্র উপদেষ্টা :::: আগুনের ঘটনা তদন্তে অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন :::: ২০০৪ সালে হওয়া সুনামির ২০ বছর পূর্তি আজ, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এই দুর্যোগে মৃত্যু হয়েছিল ২ লাখ ২৭ হাজার মানুষের

সংসার সুখী হওয়ার টিপস জানালেন টয়া

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। ব্যক্তি জীবনে বিবাহিত এই অভিনেত্রী। ২০২০ সালে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা শাওনকে। প্রায় পাঁচ বছর ধরে সংসার করছেন দুজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমতাহিনা চৌধুরী টয়া সংসার সুখী হওয়ার টিপস দিয়েছেন।

সাক্ষাৎকারে টয়া বলেন, ‘বর্তমান সময়ে ভুল করলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলে। চারদিকে অনেক অপশন একটা সম্পর্ক না থাকলে কী হবে, হাজারটা আসবে যাবে, এমন মনোভাব অনেকের থাকে। তবে ভুলগুলো মানিয়ে নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থে সাফল্য।’

অভিনেত্রী বলেন, ‘আল্লাহ আমাদের দিকে শুভদৃষ্টি রেখেছেন, মাথায় হাত রেখেছেন আমরা এখনো ভালো আছি।পরিবারের সদস্যরা আমাদের ভালোবাসে। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের মধ্যে দোষত্রুটি আছে, আমরা অনেক ভুল করি। ইগোকে পাশে রেখে আমাদের সমস্যা সমাধান করি। দিনশেষে সবার এটা করা উচিত।’

বিরতির পর অভিনয়ে ফেরার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি কাজ করছি না অনেক দিন থেকে। তার পরও আমাকে ভালোবেসে যাচ্ছেন। যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন তাদের জন্য আবারও অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছি।’

টয়ার ভাষ্য, ‘আমাদের পরিবার খুশি আমরা খুব আরাম-আয়েশে সংসার চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমার পরিবারের সদস্যরা খুব হেল্পফুল। তারা আমাদের খুব আরামে রেখেছে। সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে।’

প্রসঙ্গত, সম্প্রতি মুমতাহিনা চৌধুরী টয়াসহ আরও কয়েকজনের মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। মূলত মাদক সম্পৃক্ততার অভিযোগে গত ১৭ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তথ্য প্রমাণ মেলে। যদিও এ বিষয়ে টয়াসহ কারোই কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

সংসার সুখী হওয়ার টিপস জানালেন টয়া

আপডেট সময় : ০১:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। ব্যক্তি জীবনে বিবাহিত এই অভিনেত্রী। ২০২০ সালে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা শাওনকে। প্রায় পাঁচ বছর ধরে সংসার করছেন দুজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমতাহিনা চৌধুরী টয়া সংসার সুখী হওয়ার টিপস দিয়েছেন।

সাক্ষাৎকারে টয়া বলেন, ‘বর্তমান সময়ে ভুল করলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলে। চারদিকে অনেক অপশন একটা সম্পর্ক না থাকলে কী হবে, হাজারটা আসবে যাবে, এমন মনোভাব অনেকের থাকে। তবে ভুলগুলো মানিয়ে নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থে সাফল্য।’

অভিনেত্রী বলেন, ‘আল্লাহ আমাদের দিকে শুভদৃষ্টি রেখেছেন, মাথায় হাত রেখেছেন আমরা এখনো ভালো আছি।পরিবারের সদস্যরা আমাদের ভালোবাসে। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের মধ্যে দোষত্রুটি আছে, আমরা অনেক ভুল করি। ইগোকে পাশে রেখে আমাদের সমস্যা সমাধান করি। দিনশেষে সবার এটা করা উচিত।’

বিরতির পর অভিনয়ে ফেরার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি কাজ করছি না অনেক দিন থেকে। তার পরও আমাকে ভালোবেসে যাচ্ছেন। যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন তাদের জন্য আবারও অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছি।’

টয়ার ভাষ্য, ‘আমাদের পরিবার খুশি আমরা খুব আরাম-আয়েশে সংসার চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমার পরিবারের সদস্যরা খুব হেল্পফুল। তারা আমাদের খুব আরামে রেখেছে। সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে।’

প্রসঙ্গত, সম্প্রতি মুমতাহিনা চৌধুরী টয়াসহ আরও কয়েকজনের মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। মূলত মাদক সম্পৃক্ততার অভিযোগে গত ১৭ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তথ্য প্রমাণ মেলে। যদিও এ বিষয়ে টয়াসহ কারোই কোনো বক্তব্য পাওয়া যায়নি।