সেতু আছে, নেই কোন সংযোগ সড়ক
- আপডেট সময় : ০১:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে সংযোগ সড়ক না থাকায় কোন কাজে আসছে না দু’টি সেতু। ফটিকের বিল ও পৌর শহরের হাটচন্দ্রা এলাকায় নির্মিত এসব সেতুর এক পাশে সড়ক থাকলেও অন্য পাশে নেই। সেতু দুটি সংযোগ সড়ক নির্মাণ করলে দুর্ভোগ কমবে কয়েক লাখ মানুষের।
জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ২০টি গ্রামের মানুষের সদরে যাতায়াত সহজ করতে ফটিকের বিলের উপর পচাবহাল-ডেবরাইপ্যাচ সড়কে নির্মাণ করা হয় এই সেতু। ৯৬ মিটার দীর্ঘ সেতুটির পশ্চিম প্রান্তে রাস্তা না থাকায় ব্যবহার করা যাচ্ছেনা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে আশপাশের এলাকার মানুষকে।
একই অবস্থা পৌর শহরের হাটচন্দ্রা এলাকার নির্মিত সেতুর। এই সেতুর পশ্চিম প্রান্তে সড়ক না থাকায় সুফল পাচ্ছেনা না মানুষ। সেতুটি এখন ধান শুকানো ও গবাদি পশু রাখার স্থান হিসাবে ব্যবহার করা হচ্ছে। সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সেতুর দুটির সংযোগ সড়ক নির্মাণে পরিকল্পনার কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল ত্রিপুরা ।
সেতু দু’টি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছে এলাকাবাসী।