ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে এ হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন বলছে. নিহতরা আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তাঁরা নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন।

নিহতরা হলেন– ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীদের লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। গাড়ির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দটি লেখা।

আল জাজিরার আনাস আল-শরিফ বলেছেন, নিহতদের মধ্যে আয়মান আল-জাদি তাঁর স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তাঁর সন্তানসম্ভবা স্ত্রী এ হাসপাতালেই আছেন।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।

চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের চার ফিলিস্তিনি সাংবাদিককে হত্যার নিন্দা জানায়। সিপিজে অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবার গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

আপডেট সময় : ০৩:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে এ হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন বলছে. নিহতরা আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তাঁরা নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন।

নিহতরা হলেন– ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীদের লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। গাড়ির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দটি লেখা।

আল জাজিরার আনাস আল-শরিফ বলেছেন, নিহতদের মধ্যে আয়মান আল-জাদি তাঁর স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তাঁর সন্তানসম্ভবা স্ত্রী এ হাসপাতালেই আছেন।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।

চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের চার ফিলিস্তিনি সাংবাদিককে হত্যার নিন্দা জানায়। সিপিজে অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবার গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।