ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আগুন লাগা সচিবালয়ের ৭ নম্বর ভবনে যেসব মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়ন্ত্রণে আসার পর এবার সচিবালয়ের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার রাত ২টার দিকে লাগা আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে। আগুন নেভাতে সময় লেগেছে প্রায় ১০ ঘণ্টা।

এরআগে, সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায় ফায়ার সার্ভিস। তখনও সচিবালয়ের ৭ নম্বর ভবনের কয়েক জায়গায় আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী আগুন লেগেছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে। ভবনের ৬, ৭ ও ৮ তলা আগুনে পুড়ছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৭ নম্বর ভবনে রয়েছে সাতটি মন্ত্রণালয়। এ ছাড়া রয়েছে মন্ত্রণালয়ের অধীনে সাতটি বিভাগ।

৭ নম্বর ভবনে রয়েছে—
ক. পানি সম্পদ মন্ত্রণালয়
খ. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
গ. ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
ক. ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
ঘ. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
ক. স্থানীয় সরকার বিভাগ
খ. পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
ঙ. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
চ. অর্থ মন্ত্রণালয়
ক. অর্থ বিভাগ
খ. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
গ. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
ছ. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
ক. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

এদিকে, সবশেষ পাওয়া খবরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও আগুন নেভাতে কাজ করছেন। সচিবালয় এলাকায় মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

আগুন লাগা সচিবালয়ের ৭ নম্বর ভবনে যেসব মন্ত্রণালয়

আপডেট সময় : ০১:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

নিয়ন্ত্রণে আসার পর এবার সচিবালয়ের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার রাত ২টার দিকে লাগা আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে। আগুন নেভাতে সময় লেগেছে প্রায় ১০ ঘণ্টা।

এরআগে, সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায় ফায়ার সার্ভিস। তখনও সচিবালয়ের ৭ নম্বর ভবনের কয়েক জায়গায় আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী আগুন লেগেছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে। ভবনের ৬, ৭ ও ৮ তলা আগুনে পুড়ছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৭ নম্বর ভবনে রয়েছে সাতটি মন্ত্রণালয়। এ ছাড়া রয়েছে মন্ত্রণালয়ের অধীনে সাতটি বিভাগ।

৭ নম্বর ভবনে রয়েছে—
ক. পানি সম্পদ মন্ত্রণালয়
খ. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
গ. ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
ক. ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
ঘ. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
ক. স্থানীয় সরকার বিভাগ
খ. পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
ঙ. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
চ. অর্থ মন্ত্রণালয়
ক. অর্থ বিভাগ
খ. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
গ. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
ছ. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
ক. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

এদিকে, সবশেষ পাওয়া খবরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও আগুন নেভাতে কাজ করছেন। সচিবালয় এলাকায় মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।