গণতন্ত্রের হত্যাকারীরা কীভাবে সচিবালয়ে বসে থাকে প্রশ্ন জয়নুল আবদিনের
- আপডেট সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
গণতন্ত্রের হত্যাকারীরা কীভাবে সচিবালয়ে বসে থাকে এমন প্রশ্ন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘মাদার অব মাফিয়া ফ্যাসিস্ট খুনি’ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হাসিনার দোসর, যারা ১৬ বছর গণতন্ত্রকে হত্যা করেছে তারা এখনো কীভাবে সচিবালয়ে বসে থাকে।’
জয়নুল আবদিন বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই, এখনো যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদের কেন গ্রেপ্তার করা হয়নি।’
গণতন্ত্র ফোরামের বক্তারা শেখ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। এসময় বক্তারা, গতকাল রাতে সচিবালয়ে লাগা আগুনকে পরিকল্পিত বলে দাবি করেন। বলেন, শিগগিরই নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিতে হবে।