ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাতীয় দলে ফেরা অনেকটা অনিশ্চিত সাকিবের?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় দলে ফেরা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সিরিজের দলেও দেখা যায়নি তাকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে সদ্য শেষ হওয়া এই সিরিজটির মাধ্যমেই অবশ্য জাতীয় দলে ফেরার নানা গুঞ্জন ছিল এ তারকা ক্রিকেটারের।

এদিকে আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নিজেদের ঘরোয়া মাঠের এই খেলায় সাকিব যে খেলতে পারছেন না, তা একপ্রকার নিশ্চিত। চট্টগ্রামের হয়ে মাঠে থাকার কথা থাকলেও সেটিও রয়েছে চরম অনিশ্চয়তায়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সাকিবের বিপিএলে খেলতে না পারার ব্যাপার নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মন খারাপের কথা জানালেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, সাকিব নাম্বার ওয়ান প্লেয়ার। তার না থাকাটা… সাকিব আজীবন ক্রিকেট খেলবে না, এটাও সত্য। তবে বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, আমি মনে করি আমাদের জন্য এটা এক ধরনের ব্যর্থতা।

সুজন বলেন, সাকিব রাজনীতি করেছে, যা ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু তাকে সারাদেশের মানুষ একজন ক্রিকেটার হিসেবে চেনেন, সেটাও একজন বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে। তার উত্থান হয়েছে ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে তা বলতে পারব না আমি।

ঢাকা ক্যাপিটালসের এ কোচ আরও বলেন, আমার কাছে মনে হয়, দেশের সবচেয়ে বড় একজন খেলোয়াড় বিপিএল খেলতে পারবে না, এতে হয়তো প্লেয়াররা হতাশ। মাইকের সামনে সবাই বলতেও পারবে না। কিন্তু আমি মনে করি যেসব প্লেয়ারের সঙ্গে সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল, যাদের সবসময় সাপোর্ট করেছে, হেল্প করেছে। খারাপ লাগছে, এটাই আর কি।

নিউজটি শেয়ার করুন

জাতীয় দলে ফেরা অনেকটা অনিশ্চিত সাকিবের?

আপডেট সময় : ০৩:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

জাতীয় দলে ফেরা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সিরিজের দলেও দেখা যায়নি তাকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে সদ্য শেষ হওয়া এই সিরিজটির মাধ্যমেই অবশ্য জাতীয় দলে ফেরার নানা গুঞ্জন ছিল এ তারকা ক্রিকেটারের।

এদিকে আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নিজেদের ঘরোয়া মাঠের এই খেলায় সাকিব যে খেলতে পারছেন না, তা একপ্রকার নিশ্চিত। চট্টগ্রামের হয়ে মাঠে থাকার কথা থাকলেও সেটিও রয়েছে চরম অনিশ্চয়তায়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সাকিবের বিপিএলে খেলতে না পারার ব্যাপার নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মন খারাপের কথা জানালেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, সাকিব নাম্বার ওয়ান প্লেয়ার। তার না থাকাটা… সাকিব আজীবন ক্রিকেট খেলবে না, এটাও সত্য। তবে বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, আমি মনে করি আমাদের জন্য এটা এক ধরনের ব্যর্থতা।

সুজন বলেন, সাকিব রাজনীতি করেছে, যা ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু তাকে সারাদেশের মানুষ একজন ক্রিকেটার হিসেবে চেনেন, সেটাও একজন বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে। তার উত্থান হয়েছে ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে তা বলতে পারব না আমি।

ঢাকা ক্যাপিটালসের এ কোচ আরও বলেন, আমার কাছে মনে হয়, দেশের সবচেয়ে বড় একজন খেলোয়াড় বিপিএল খেলতে পারবে না, এতে হয়তো প্লেয়াররা হতাশ। মাইকের সামনে সবাই বলতেও পারবে না। কিন্তু আমি মনে করি যেসব প্লেয়ারের সঙ্গে সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল, যাদের সবসময় সাপোর্ট করেছে, হেল্প করেছে। খারাপ লাগছে, এটাই আর কি।