ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা স্বীকার

- আপডেট সময় : ০৪:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে

সচিবালয়ে লাগা আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের সদস্য শোয়ানুর জামান নয়নের ট্রাক চাপায় মৃত্যুর ঘটনাকে ব্যর্থতা হিসেবে স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে নয়নের জানাজার নামাজে অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।
দুপুর ২টায় জোহরের নামাজের পর নয়নের মরদেহে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার প্রসঙ্গে প্রথমে গার্ড অব অনার প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে জানাজার নামাজে ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন।
ফায়ার ফাইটারকে চাপা দেয়া ট্রাক চালককে আটক করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।’
গতকাল (বুধবার, ২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সচিবালয়ে আগুন লাগলে তেজগাঁও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। এ সময় মালামাল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনের রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তারা।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ফায়ার ফাইটার নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।