মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই জরিমানার মুখে পড়েছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত হয় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়। হেঁটে যাওয়ার সময় স্পষ্ট দেখা যায় কাঁধ দিয়ে ১৯ বছর বয়সী কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা লাগান কোহলি।
আইসিসির নিয়মের দুই দশমিক ১২ নম্বর ধারা ভেঙেছেন ভারতীয় কিংবদন্তী। ধারা অনুযায়ী, কোনো খেলোয়াড় অপরকে শারীরিকভাবে স্পর্শ করতে পারবেন না। ফিল্ডিংয়ের সময় অনিচ্ছাকৃতভাবে লেগে যেতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিলে সেটা শাস্তিযোগ্য অপরাধ।
নিয়ম ভাঙার পর কোহলিকে শাস্তি দিতে বেশি সময় নেননি ম্যাচ রেফারি। কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। কোহলিও নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।